রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গতমাসে নিজের সমাজমধ্যে একটি লেখা লিখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যেখানে বলা ছিল, “এই অধ্যায়ের শেষ এখানেই। গল্প লেখা হবে নতুন করে”। তার পরেই জল্পনা উঠেছিল যে হয়তো এবারে সৌদি আরবের ক্লাব আল নাসের ছাড়তে চলেছেন ফুটবল বিশ্বের কিংবদন্তি সিআর সেভেন। তবে সেই সকল জল্পনা উড়িয়ে দিয়ে আরও দুই বছরের জন্য সৌদির ক্লাবেই থাকছেন পর্তুগিজ এই তারকা। জুন মাসের শেষ পর্যন্ত আল নাসেরের সঙ্গে চুক্তি ছিল রোনাল্ডোর। এবারে চুক্তি বৃদ্ধি করে, ২০২৭ সাল পর্যন্ত সৌদির ক্লাবেই থাকবেন রোনাল্ডো। ২০২২ সালে আল নাসেরে যোগ দিয়ে, ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন তিনি। এবারে আরও দুবছর আল নাসেরের হয়ে দাপিয়ে ফুটবল খেলতে দেখা যাবে রোনাল্ডোকে।