সায়ন দে: আগামী ২৫ তারিখ, সুপার কাপের প্রথম ম্যাচে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। আইএফএ শিল্ডের ব্যর্থতা ভুলে, এই প্রতিযোগীতাটাকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন লাল-হলুদের হেড কোচ অস্কার ব্রুজো। এছাড়াও গতবছরের তুলনায় এই মরশুমের দলও যথেষ্ট ভাল। শুক্রবার ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে তিনি বলেন, “গত মরশুমে দলের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। কিন্তু এবছরের পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। তাই সমর্থকদের জন্য আমরা চাই এবছর ঘুরে দাঁড়াতে। ফুটবলাররাও যথেষ্ট উজ্জীবিত রয়েছেন। ফলে আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি”। প্রতিপক্ষ ডেম্পো স্পোর্টস ক্লাবের ভারতীয় ফুটবলে যথেষ্ট সুনাম রয়েছে। একটা সময় ভারতীয় ফুটবলে একের পর এক ট্রফি জয়ের নজিরও ছিল এই দলের কাছে। আসন্ন সুপার কাপেও নিজেদের ছাপ রাখতে চাইবে তারা। সেই প্রসঙ্গে অস্কার বলেন, “বিগত কয়েক বছরে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে খেলনি ডেম্পো। তবে আমি তাদের কোচকে চিনি। ডেম্পোর দীর্ঘদিন কোচিং করানোর পাশাপাশি দলকে অনেক সাফল্যও এনে দিয়েছেন তিনি। কিন্তু আমাদের পরিকল্পনামাফিক এগোতে হবে। তারা লড়াই দেবে তবে আমাদের নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে”।
গোয়ায় এর আগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে অস্কার ব্রুজোর। সেই প্রসঙ্গে তিনি বলেন, “গোয়া বরাবরই আমার কাছে স্পেশাল। গোয়ার মাটিতে আমি এর আগেও কোচিং করিয়েছি। ফলে আমার গোয়ায় খুব ভাল লাগে”। অন্যদিকে আইএফএ শিল্ডের ফাইনালে টাইব্রেকারে দেবজিত মজুমদারকে খেলানো নিয়ে অনেক সমালোচনা তৈরি হয়েছে। তবুও সুপার কাপের ম্যাচে তাঁকে সুযোগ দেওয়ার কথা ভেবেছিলেন অস্কার। কিন্তু শেষ মুহূর্তে চোট পাওয়ায় সেটা করতে পারবেন না অস্কার। তিনি বলেন, “ডেম্পোর বিরুদ্ধে দেবজিতকে খেলানোর কথা ভেবেছিলাম। কিন্তু আজকের অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন দেবজিত। ফলে আগামীকাল আমি কাকে খেলাবো সেটা কালকেই সিদ্ধান্ত নেবো”। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তী। তিনি বলেন, “দলে বেশ কিছু নতুন ফুটবলার রয়েছেন। তাদের সঙ্গে সকলেই আমরা মানিয়ে নিয়েছি। আশা করছি দল এবারে ভাল ফুটবল খেলবে”।
