Connect with us

সরকারিভাবে মোহনবাগানে সই করলেন অভিষেক সিং টেকচাম। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগের দিনেই কলকাতায় পা রেখেছিলেন মোহনবাগানের নতুন ভারতীয় সাইডব্যাক অভিষেক সিং টেকচাম। যদিও কলকাতায় অভিষেক চলে এলেও, মোহনবাগানের তরফে সরকারিভাবে তার নাম ঘোষণা করা হয়নি। কিন্তু সেই জল্পনার অবসান। বৃহস্পতিবার নিজেদের সমাজমধ্যমে সরকারিভাবে অভিষেকের নাম ঘোষণা করেছে মোহনবাগান। আসন্ন মরশুমের আগেই, আশিক কুরুনিয়ানকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। এদিকে লেফট ব্যাকে খেলার জন্য দলে শুভাশিস বোস ছাড়া আর কোনও বিকল্প ছিলনা বাগান কোচ জোসে মোলিনার হাতে। এদিকে গত মরশুম থেকেই সেই জায়গায় ফুটবলার নেওয়ার জন্য চেষ্টা করেছিল বাগান ম্যানেজমেন্ট। এফসি গোয়া থেকে জয় গুপ্তাকে নেওয়ার চেষ্টা করলেও গোয়া তাঁকে ছাড়েনি। কিন্তু এবারে সেই জায়গায় অভিষেক টেকচামকে দলে নেওয়ায় শক্তি বাড়ল বাগান শিবিরে।

দুদিন আগে শহরে শারীরিক পরীক্ষা করতে এসেছিলেন অভিষেক। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় অবশেষে মোহনবাগানের হয়ে সই করে ফেললেন তিনি। এদিকে শুধু লেফট ব্যাকে নয়, রাইট ব্যাক পজিশনেও সমানভাবে খেলতে অভ্যস্ত অভিষেক। বৃহস্পতিবার বিকেলে, আসন্ন ডুরান্ড কাপের জন্য প্রস্তুতিতে নেমে পড়বে মোহনবাগান। ভারতীয় সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবেন লিস্টন কোলাসো, বিশাল কাইথরা। আর এদিনেই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন অভিষেক। মোহনবাগানে সই করে অভিষেক বলেন, “আমার কাছে অনেক নামি ভারতীয় ক্লাবের অফার ছিল। কিন্তু সেসবের মাঝেও আমি মোহনবাগানকেই বেছে নিয়েছি। কারণ মোহনবাগানকেই আমি দেশের অন্যতম সেরা ক্লাব বলে মনে করি। এই ক্লাবে খেললে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া যায়, স্বপ্ন ছোঁয়া যায়। মোহনবাগান দল করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাই এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুশি এবং আমার ইচ্ছে সবুজ-মেরুন জার্সি পড়ে ট্রফি জেতার”। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা