রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নেশনস লিগের সেমিফাইনালের চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে চারটি কোয়ার্টারফাইনালেই হয়েছে টান টান লড়াই। শেষ চারে উঠেছে ফ্রান্স, পর্তুগাল, জার্মানি এবং স্পেন। তবে প্রথম পর্বের খেলায় ১-০ ব্যবধানে পর্তুগালের বিরুদ্ধে এগিয়ে ছিল ডেনমার্ক। ফলে ঘরের মাঠে পর্তুগালের জয় ছাড়া আর কোনও উপায় ছিল না। অবশেষে দুই পর্ব মিলিয়ে ৫-৩ গোলে জয় পায় পর্তুগাল। তবে জিতলেও এদিন পেনাল্টি ফস্কেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপরদিকে ইটালিকে ৫-৪ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে জার্মানি। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৫-৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এদিকে প্রথম পর্বে ২-০ গোলে জিতেও দ্বিতীয় পর্বে টাইব্রেকারে ফ্রান্সের কাছে ৫-৪ ব্যবধানে হেরে বিদায় নেয় ক্রোয়েশিয়া। সেমিফাইনালে জায়গা পাকা করে কিলিয়ান এমবাপেরা।
ম্যাচের শুরুতেই ৬ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। কিন্তু সেই পেনাল্টি থেকে মাশুল তুলতে পারেননি ফুটবল বিশ্বের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যদিও প্রথমার্ধে ডেনমার্কের ফুটবলার জোয়াকিম অ্যান্ডারসেনের আত্মঘাতী গোলে খেলায় ফেরে পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুতে রাসমাস ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। কিন্তু লড়াই বজায় রাখে পর্তুগালও। অবশেষে ৭২ মিনিটে সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলেই সমতায় ফেরে পর্তুগাল। তবে চার মিনিট বাদে ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে আবারও এগিয়ে যায় ডেনমার্ক। ৮৬ মিনিটে ফ্রান্সিস্কো ট্রিনকাওর গোলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এবারে ৯১ মিনিটের মাথায় আবারও ট্রিনকাওর গোলে এই ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় পর্তুগাল। ১১৫ মিনিটে গনসালো র্যামোসের গোলে ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে, নেশনস লিগের শেষ চারে জায়গা পাকা করে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল।