রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতে আসছে আর্জেন্টিনা দল। দীর্ঘ অপেক্ষার পর নভেম্বর মাসেই কেরালাতে আসছেন মেসি। আর খোদ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন শিলমোহর দিয়েছে এই খবরে। শুক্রবার এএফ-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
এএফএর বক্তব্য অনুযায়ী, এই বছরের শেষের দিকে দুটো ফিফা ফ্রেন্ডলিতে অংশ নেবে আর্জেন্টিনা। যার প্রথমটি হবে ইউনাইটেড স্টেটসে আগামী ৬ থেকে ১৪ অক্টোবরের মধ্যে, এবং দ্বিতীয়টি নভেম্বর ১০ থেকে ১৮ এর মধ্যে লোয়ান্ডা, আঙ্গোলা এবং কেরালাতে। যদিও এখনো এই ম্যাচের প্রতিপক্ষ কে হবে তা নির্ধারিত হয়নি। তিরুবন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নদের দেখা যাবে ম্যাচ খেলতে। সূত্রের খবর আগামী ৫ এবং ১০ ই সেপ্টেম্বর যথাক্রমে ভেনিজুয়েলা এবং ইকুয়েডারের বিরুদ্ধে ম্যাচ খেলার পর সরাসরি কলকাতায় আসবেন মেসিসহ গোটা আর্জেন্টিনা দল।
এর আগে মেসির কেরালা আসার বিষয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় হতাশ হয়েছিলেন ভারতের ফুটবল প্রেমিকরা। তবে এবার সরকারিভাবে এই ঘোষণার পর নিঃসন্দেহে ভারত অপেক্ষা করবে সেই দিনটার, এ কথা বলাই বাহুল্য।