রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চার বছর বাদে, আবারও ফিরছে ভারতের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা আইএফএ শিল্ড। ৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে শিল্ড। মোট ছয়টি দল খেলবে এই প্রতিযোগীতায়। যেখানে বাংলার থেকে থাকবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি। আইএফএ শিল্ড আয়োজনের ব্যাপারে অনেকটাই এগিয়েছে আইএফএ। যেহেতু সামনেই দুর্গা পুজো। তাই শিল্ড আয়োজনের সমস্ত পরিকল্পনা রূপায়ণের জন্য, সোমবার সন্ধ্যায় আইএফএ অফিসে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রতিটি ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাদের প্রতিনিধিরা।
আলোচনা শেষে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, “শিল্ডে ৬ জন বিদেশিকে নথিভুক্ত করাতে পারবে দলগুলি। যার মধ্যে খেলতে পারবে ৪ জন। এছাড়াও গোকুলাম কেরালা শিল্ডে খেলবে। বাকি আরেকটি দল কে হবে, সেই নিয়ে আলোচনা চলছে”। এছাড়াও কোথায় ম্যাচগুলো আয়োজিত হবে সেই বিষয়ে অনির্বাণ দত্ত জানালেন, “আমরা চাইছি ম্যাচগুলো সন্ধ্যাবেলা করতে। নৈহাটি ও কল্যাণীতে ম্যাচ হবে। বারাকপুরেও ম্যাচ করার চেষ্টা করছি। এছাড়া কিশোর ভারতীতে ম্যাচ হবে। ফাইনালটা যুবভারতীতে করতে চাইছি”। অপরদিকে বৈঠকে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবার এফসির কর্তারা উপস্থিত থাকলেও, উপস্থিত ছিলেন না মোহনবাগানের কোনও প্রতিনিধি।