Connect with us

UEFA EUROPA LEAGUE: ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম হটস্পার। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত দেড় দশকে ট্রফি জয়ের একাধিক সুযোগ এলেও, ট্রফি জয় হয়নি টটেনহ্যাম হটস্পারের। দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবং প্রিমিয়ার লিগেও রানার্স আপ হয়েছে তাঁরা। অবশেষে হলো সাপমোচন। ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উয়েফা ইউরোপা লিগের খেতাব জিতল টটেনহ্যাম হটস্পার। খেলা শেষের বাঁশি বাজতেই বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছিলেন সকল ফুটবলাররা। 

বুধবার গভীর রাতে স্পেনের বিলবাওয়ের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল ইপিএলের দুই দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার। দুই দলের কাছেই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রিমিয়ার লিগেও দুই ক্লাবের অবস্থা শোচনীয়। ফলে ইউরোপা লিগ জিতলে ট্রফি জয়ের পাশাপাশি খুলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের রাস্তাও। ফলে সেই পরিস্থিতিতে খেলতে নেমে দুই দলই সাবধানে ফুটবল খেলছিল। ইউনাইটেডের কাছে বলের দখল বেশি থাকলেও, খেলার বিপরীতে গিয়ে ম্যাচের ৮২ মিনিটে ব্রেনান জনসনের অনবদ্য গোলে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। অপরদিকে এক গোলে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে ম্যাচে ৮৪ শতাংশ বলের দখল রাখলেও, কাজের কাজ করতে পারেনি ব্রুনো ফার্নান্দেজরা। যার ফলে অবশেষে ১-০ গোলে ম্যাচ জিতে, ১৭ বছরের ট্রফি খরা কাটালেন সন হিউং মিনরা। ২০০৮ সালে শেষবার ট্রফি জিতেছিল টটেনহ্যাম। অন্যদিকে ট্রফিহীনভাবেই মরশুম শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা