রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার শক্তিশালী আল নসেরের বিরুদ্ধে খেলতে নামবে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া দল। ধারে ভারে অনেকটাই এগিয়ে আল নাসার। কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না এলেও, তাদের দলে যা ফুটবলার রয়েছেন তারাই এই ম্যাচের রং একা বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। সেই বিষয়টি খুব ভালোমতই জানেন এফসি গোয়ার কোচও। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোয়ার স্প্যানিশ হেড কোচ বলেন, “আল নাসেরের মত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছি। এই সকল ম্যাচগুলো খেললে শুধু এফসি গোয়ার নয়, ভারতীয় ফুটবলেরও অনেকতা উন্নতি হবে”। ভারতীয় ফুটবলের বিষয়ে বলতে গিয়ে মানোলো আরও বলেন, “আমরা প্রিলিমিনারী পর্যায়েও ওমানের ক্লাবকে হারিয়েছিলাম। সেই দলেও ওমান জাতীয় দলের আট থেকে নয়জন ফুটবলার ছিলেন। তবে আল নাসার অন্য পর্যায়ের দল। সেক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে। এছাড়াও আল নাসার প্রত্যেক সপ্তাহে ম্যাচ খেলেছে। আর আমরা গত তিন মাসে মাত্র তিনটি ম্যাচ খেলেছি। যেই কারণে আমরা অনেকটাই পিছিয়ে”।
অন্যদিকে আল নাসের শক্তিশালী দল হলেও, তাদের বিরুদ্ধে নিজেদের সেরা ফুটবলটাই খেলার লক্ষ্যে রয়েছেন এফসি গোয়া অধিনায়ক সন্দেশ ঝিঙ্গন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমার মতে প্রত্যেক ম্যাচের আগেই প্রস্তুতিটা ভাল হওয়া দরকার। তবে প্রতিপক্ষ দলটা যদি আল নাসেরের মত হয়, তাহলে তাদের নিয়ে পরীক্ষানিরীক্ষা একটু বেশিই করতে হয়। অবশ্যই আল নাসের শক্তিশালী দল। তবে আমরা ম্যাচটা আনন্দ করেই খেলব। ম্যাচ যখন চলবে তখন আমাদের লক্ষ্য থাকবে কোনও গোল না হজম করা এবং ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করা”।