Connect with us

AFC CHAMPIONS LEAGUE TWO: গোয়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আল নাসার। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের ম্যাচে খেলতে নামবে শক্তিশালী আল নাসার। তবে এই দলটির নাম এলেই একজন কিংবদন্তী ফুটবলারের নামই সবার আগে মাথায় আসে। তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটা সময় গোয়ার বিরুদ্ধে ম্যাচটি খেলতে ভারতে আসছেন সিআরসেভেন, এমনটাই শোনা গেলেও, শেষপর্যন্ত ভারতে আসছেন না তিনি। তবে কেন তিনি গোয়ার বিরুদ্ধে খেলতে আসছেন না, সেই বিষয়টি জানালেন খোদ আল নাসার কোচ জর্জ জেসুস। মঙ্গলবার গোয়ার এক পাঁচতারা হোটেলে ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানিয়ে গেলেন, “রোনাল্ডো সকলের প্রিয় ফুটবলার। ভারতে তাঁর অনুগামীদের সংখ্যাও অনেকটাই বেশি। তবে আল নাসারের হয়ে তিনি অনেকগুলি ম্যাচে খেলেছেন। যেই কারণে সৌদি আরবের বাইরের ম্যাচগুলো খেলার ক্ষেত্রে, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাঁকে বিশ্রাম দেওয়ার। কারণ তাঁর বিশ্রামের প্রয়োজন”। অপরদিকে গোয়া দলটাও খুব বেশি সাফল্য পায়নি এই চ্যাম্পিয়ন লিগ দুইয়ে। যার ফলে গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে, খুব বেশি চিন্তিত নন আল নাসার কোচ। তিনি বলেন, “আমাদের দলে যথেষ্ট শক্তি রয়েছে গোয়াকে রোখার জন্য। ফলে আমাদের কাছে সেটা খুব একটা বেশি অসুবিধের নয়। আমরা জানি কিভাবে তাদের বিরুদ্ধে খেলতে হবে”। 

গোয়ার ইতিহাস সম্পর্কে অবগত জর্জ জেসুস। তিনি বলেন, “আমি যখন স্কুলে পড়তাম সেই সময় থেকেই গোয়ার ইতিহাস সম্পর্কে শুনেছি। এটাও শুনেছি গোয়ার সঙ্গে পর্তুগালের কিছুটা মিল রয়েছে। এছাড়াও ভাস্কো দা গামার ব্যাপারেও শুনেছি যে তিনি কিভাবে গোয়ার আবিষ্কার করেছিলেন”। অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফুটবলার সুলতান। গোয়ার বিরুদ্ধে একটা উপভোগ্য ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন তিনিও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে গেলেন, “আমি জানি ভারতে ফুটবলটা খুব একটা জনপ্রিয় নয়। তবে আশা করছি ফুটবলভক্তরা আগামীকাল একটা উপভোগ্য ম্যাচ দেখতে পাবেন। আমি কথা দিচ্ছি আমরা আমাদের এই জয়ের ধারাকে অব্যাহত রাখবো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা