রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ভারতীয় সময় শুক্রবার রাতে কাতার বিশ্বকাপের গ্রুপ বিন্যাস হয়ে গেল। আর এই গ্রুপ বিন্যাস নিয়ে সমর্থকদের কৌতূহল ছিল দেখার মতো। নিজেদের প্রিয় দল সহজ গ্রুপে পড়ল নাকি কঠিন গ্রুপে, কোন গ্রুপ এবারের বিশ্বকাপের গ্রুপ অব ডেথ? সেই নিয়েই সবার দৃষ্টি ছিল এই গ্রুপ বিন্যাসে। গ্রুপ বিন্যাসের পর দেখা যাচ্ছে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে কঠিন গ্রুপ গ্রুপ ই। এই গ্রুপে একসঙ্গে রয়েছে স্পেন এবং জার্মানি। গ্রুপ এইচ-এ একসঙ্গে রয়েছে পর্তুগাল এবং উরুগুয়ে। আসুন এক নজরে দেখে নিই কে কোন গ্রুপে রয়েছে…
গ্রুপ এ – কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ড
গ্রুপ বি – ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, প্লে-অফ পর্ব থেকে উঠে আসা দল
গ্রুপ সি – আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি – ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, প্লে-অফ পর্ব থেকে উঠে আসা দল
গ্রুপ ই – স্পেন, জার্মানি, জাপান, প্লে-অফ পর্ব থেকে উঠে আসা দল
গ্রুপ এফ – বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি – ব্রাজিল, সার্বিয়া সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ এইচ – পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, গণতান্ত্রিক কোরিয়া।