Connect with us

মধ্য রাতে কলকাতায় পৌঁছেই পরদিন অনুশীলনে নেমে পড়লেন মহম্মদ রশিদ এবং দিমিত্রিওস দিমানতাকোস। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাতেই কলকাতায় পা রেখেছেন ইস্টবেঙ্গলের নবনিযুক্ত প্যালেস্তিনিও বিদেশী মিডফিল্ডার মহম্মদ রশিদ এবং গত মরশুম ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলে যাওয়া গ্রীক ফরোয়ার্ড দিমিত্রিওস দিমানতাকোস। এছাড়াও কলকাতায় পা রেখেছিলেন কোচ অস্কার ব্রুজোর সহকারী আদ্রিয়ান রুবিও মার্টিনেজ। রাতে এসেই শুক্রবার বিকেলে ইস্টবেঙ্গল অনুশীলনেও যোগ দিলেন তারা। এছাড়াও এদিনের অনুশীলনে যোগ দিয়েছিলেন নন্দকুমার সেকারও। ডুরান্ড কাপের প্রস্তুতি ইস্টবেঙ্গল শুরু করেছে সপ্তাহখানেক আগেই। জোর কদমেই চলছে অনুশীলন। তবে এখনও কলকাতায় এসে পৌঁছাননি ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো। ফলে প্রথম কয়েকদিন ভারতীয় সহকারী কোচ বিনো জর্জের তত্ত্বাবধানেই অনুশীলন করেছে লাল-হলুদ ব্রিগেড। তবে বৃহস্পতিবারের অনুশীলনে যোগ দিয়েছিলেন গত মরশুম অস্কার ব্রুজোর সঙ্গে ফিজিক্যাল ট্রেনার হিসেবে কাজ করা জাভিয়ের স্যাঞ্চেজ। শুক্রবারের অনুশীলনে দলের সঙ্গে যোগ দিলেন সহকারী আদ্রিয়ানও। 

এদিনের অনুশীলনে শুরুতেই দলের সতু বিদেশী ফুটবলার মহম্মদ রশিদের সঙ্গে বার্তালাপ সেরে ফেলতে দেখা গেলো ফিজিক্যাল ট্রেইনার জাভিয়ের স্যানচেজকে। তারপর একে এক দলের সকলের সঙ্গে কথা বলে নিলেন রশিদ। এদিনের অনুশীলনে বেশিরভাগটাই শারীরিক অনুশীলনের উপরে জোর দিতে দেখা গেলো লাল-হলুদ ফুটবলারদের। গত মরশুম ইস্টবেঙ্গলকে সবথেকে বেশি ভুগিয়েছে চোট আঘাত। ফলে এই মরশুম ফুটবলারদের শারীরিকভাবে ফিট রাখাটাই মূল উদ্দেশ্য ইস্টবেঙ্গলের। সেই মতই শুরু থেকেই এদিনের অনুশীলনে ফিজিক্যাল ট্রেনিং করতে দেখা গেল রশিদ, দিমানতাকোসদের। অনুশীলনে বেশ খোজ মেজাজেই দেখা গেল ইস্টবেঙ্গলের দুই বিদেশী ফুটবলারকে। এছাড়াও এদিন প্রিয় দলের অনুশীলন দেখতে যুবভারতীর অনুশীলন মাঠে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক। অনুশীলনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের প্রিয় দলের অনুশীলন দাঁড়িয়ে দেখলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা