Connect with us

বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে, প্রতিবেশী বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এদিন অরুণাচলের ইটানগরের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে দর্শকদের সামনে সেয়ানে সেয়ানে লড়াই করল ভারতের তরুণরা। ম্যাচের শুরুতেই অধিনায়ক সিঙ্গামায়ুম শামির গোলে ভারত এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে মহম্মদ জয় আহমেদের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ফলাফল ১-১ থাকায়, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-৩ ব্যবধানে জয় পায় ভারত।

এদিন ম্যাচে অনবদ্য শুরু করে ভারত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অধিনায়ক সিঙ্গামায়ুম শামির অনবদ্য ফ্রি-কিক থেকে করা গোলে এগিয়ে যায় ভারতীয় দল। তারপর তুল্যমূল্য লড়াই করতে থাকেন ভারত এবং বাংলাদেশের তরুণ ফুটবলাররা। বেশ কয়েকবার আক্রমণে উঠে আসছিল বাংলাদেশ ফুটবলাররাও। অপরদিকে ম্যাচের ১৬ মিনিটে, বাঁ-দিক থেকে দুর্দান্ত আক্রমণে উঠে এসেছিলেন ১৭ বছর বয়সী ওমাং ডোডাম। তবে বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেনের সেভে স্কোরলাইন দ্বিগুণ হয়নি। তাছাড়া প্রথমার্ধে খেলায় আধিপত্য বেশিই থাকে “ব্লু টাইগারর্সদের”। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। সেই সুবাদে ৬১ মিনিটে মহম্মদ জয় আহমেদের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে গোল হজম করে একেবারেই পিছুপা হননি ভারতের তরুণরা। মুহুর্মুহু আক্রমণ তুলে বাংলাদেশ রক্ষণকে ব্যস্ত রাখছিলেন তারা। তবুও গোল তুলে আনতে ব্যার্থ হয় ভারত। ম্যাচের ৯৪ মিনিটে একটা গোল লাইন সেভও হয়। যার ফলে নির্ধারিত সময়ে খেলার ফলাফল থাকে ১-১। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম তিনটি শটে গোল করে বাংলাদেশ। শেষের দুটি শটের মধ্যে একটি চলে যায় বার উঁচিয়ে এবং আরেকটি শট রুখে দেন ভারতের গোলরক্ষক সুরজ সিং। অপরদিকে দ্বিতীয় শট মিস করলেও বাকি চারটি শটে গোল করে, ৪-৩ ফলাফলে চ্যাম্পিয়ন হয় ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা