রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইরানের বাম খাতুন এফসিকে ৩-১ গোলে হারিয়ে, এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দারুন শুরু ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেডের। এ দিনের ম্যাচে শুরু থেকেই জয়ের মানসিকতা পরিষ্কার করেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। শুরু থেকেই একটা আক্রমণাত্মক ছন্দে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের খেলায়। লাল-হলুদ ব্রিগেডের হয়ে এদিন গোল পেয়েছেন শিলকি, ফাজিলা ইকওয়াপুত এবং রেস্টি নানজিরি। অন্যদিকে বাম খাতুনের একটি গোল এসেছে পেনাল্টি থেকে।
৪ মিনিটের মাথায় শিলকির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোল করার পর আরও বেশি আক্রমণাত্মক ছন্দে ফুটবল খেলতে শুরু করেন ইস্টবেঙ্গলের মহিলারা। বাম খাতুনের রক্ষণে একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন রেস্টি, সৌম্য গুলোলোথরা। ম্যাচের ৩২ মিনিটে ব্যবধান ২-০ করেন ফাজিলা ইকওয়াপুত। তবে প্রথমার্ধের সংযুক্তি সময়ে এসে পেনাল্টি পায় বাম খাতুন। সেখান থেকে গোল করে ব্যবধান কমান বাম খাতুন ফুটবলার মোনা। ফলে প্রথমার্ধের ফলাফল থাকে ২-১।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে বাম খাতুন দল। ইস্টবেঙ্গল রক্ষণে একের পর এক আক্রমণ তারা তুলে নিয়ে যাচ্ছিলেন। তবে ইস্টবেঙ্গল রক্ষণ যথেষ্ট জমাট ছিল। বাম খাতুনের আক্রমণকে রুখে যতটা সম্ভব কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলার চেষ্টা করছিলেন লাল-হলুদের ফুটবলাররা। বেশ কয়েকবার তারাও গোলের সুযোগ পেয়ে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের শেষের দিকে একটি দারুন গোল করে করেন রেস্টি নানজিরি। যেই সুবাদে ৩-১ গোলে জিতেই মাঠ ছাড়ে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল।
