Connect with us

এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল সই করলেন জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রে স্পোর্টজের খবরেই পড়লো শীলমোহর। বুধবার সকালে রে স্পোর্টজের তরফ থেকে জানানো হয়েছিল যে জাপানের ফরোয়ার্ড হিরোশি ইবুসুকিকে সম্ভবত আসন্ন মরশুমের জন্য সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। সেই মতোই বুধবার রাতে সেই ৩৪ বছর বয়সী জাপানি ফরোয়ার্ডের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আসন্ন ২০২৫-২৬ মরশুমের জন্য লাল-হলুদ জার্সি গায়ে খেলতে দেখা যাবে তাঁকে। অস্ট্রেলিয়ার এ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি থেকে ইস্টবেঙ্গলে আসছেন তিনি। নিজের ক্যারিয়ারে ১২০ টি গোল করেছেন হিরোশি ইবুসুকি। ইস্টবেঙ্গল যোগ দিয়ে তিনি বলেছেন, “ইস্টবেঙ্গলের মত বড় দলে যোগ দিতে পেরে আমি যথেষ্ট খুশি। ইস্টবেঙ্গলের অনেক সমর্থক রয়েছে। এছাড়াও এশিয়ান ফুটবলে তাদের সোনালী ইতিহাস রয়েছে। আমার দেশের বেশ কিছু ফুটবলার এই ক্লাবের জার্সি গায়ে ফুল ফুটিয়েছে। আমিও সেই কাজটা করার জন্য মুখিয়ে রয়েছি”।

হেড কোচ অস্কার ব্রুজো বলছেন, “হিরোশি একজন অভিজ্ঞ এবং দক্ষ ফরোয়ার্ড। তার শারীরিক সক্ষমতা, এরিয়াল বল জিতে নেওয়ার ক্ষমতা এবং ফিনিশিং সত্যিই অসাধারণ। বিভিন্ন বড় বড় দেশের বড় ক্লাবে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ফলে হিরোশি যোগ দেওয়ায় দলের শক্তি বৃদ্ধি হল সেটা বলাই যায়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা