রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্রিকেট হোক কিংবা ফুটবল, খেলার জগতে ১০ নম্বর জার্সির মাহাত্ম্য সবসময় আলাদাই। যেকোনও দলের শ্রেষ্ঠ খেলোয়াড় এই জার্সি পর খেলে থাকেন। ঠিক যেমন ১০ নম্বর জার্সি পরে বার্সেলোনার কোনো ফুটবলার মানেই সবার মাথায় একজনেরই নাম আসে। তিনি হলেন ফুটবল বিশ্বের জাদুকর লিওনেল মেসি। একটা সময় এই দশ নম্বর জার্সি গায়ে বার্সেলোনার হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন এই আর্জেন্টাইন তারকা। ক্যাম্প নুতে ১০ নম্বর জার্সির একটা আলাদা ওজন রয়েছে। মেসি বার্সেলোনা ছাড়ার পর, সেই ১০ নম্বর জার্সি গায়ে আর কোনও ফুটবলারকে খেলতে দেখা যায়নি এই ক্লাবে হয়ে। তবে আসন্ন মরশুম সেই ঐতিহ্যশালী ১০ নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামালকে।
গত মরশুম ১৯ নম্বর জার্সি পরে বার্সেলোনার হয়ে দাপিয়ে ফুটবল খেলতে দেখা গেছে ইয়ামালকে। মরশুমে ১৮টি গোল এবং ২৫টি অ্যাসিস্ট এসেছে তাঁর পা থেকেই। এমনকি তাঁর খেলায় লিওনেল মেসির সেই ছোঁয়া রয়েছে এমনটাও মনে করেন অনেকেই। সেই বাঁ-পায়ে বল নিয়ে ডান প্রান্ত থেকে ড্রিবল করে ডিফেন্ডারদের কাটিয়ে গোল করা থেকে শুরু করে, গোলের নিখুঁত বল বাড়ানো সবটাই যেন ক্যাম্প নুতে মনে করিয়ে দেয় লিওনেল মেসির কথা। এবারে সেই অসামান্য ফুটবল খেলার উপহার হিসেবে বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে স্পেনের ১৮ বছর বয়সী তরুণ ইয়ামালকে। বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই ঐতিহ্যশালী ১০ নম্বর জার্সি ইয়ামালের হাতে তুলে দিয়েছেন বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। ২০৩১ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে ইয়ামালের। ফলে ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সি পরে আরও দারুণ পারফরম্যান্স দিতে মরিয়া থাকবেন ইয়ামাল, সেটা বলাই যায়।