রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মেজর লিগ সকারে হার ইন্টার মিয়ামির। এদিন সিনসিনাটির বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারতে হয়েছে লিওনেল মেসির দলকে। এদিকে গত পাঁচটি ম্যাচের প্রতিটিতে জোড়া গোল করেছিলেন মেসি। তবে এদিন গোল পাননি তিনিও। প্রথমার্ধেই জেরার্দো ভালেনজুয়েলার গোলে এগিয়ে যায় সিনসিনাটি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভান্দের। এদিকে প্রতিপক্ষ গোলের দিকে লক্ষ্য করে মাত্র দুটো শট নিতে পেরেছিলেন ইন্টার মিয়ামির ফুটবলাররা। যার ফলে শেষমেষ ০-৩ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিদের। শুধু তাই নয়, এই ম্যাচে হারের ফলে চাপের মুখে ইন্টার মিয়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে যেতে গেলে প্রতিটা ম্যাচেই জিততে হবে তাদের। এই মুহূর্তে ২০টি ম্যাচ খেলে ১১টি জয় নিয়ে ৩৮ পয়েন্ট মিয়ামির। ফলে লিগের পঞ্চম স্থানে রয়েছে জেভিয়ার মাসচেরানোর দল।