রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এফএ কাপে স্বপ্নভঙ্গ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। যদিও চলতি মরশুম ইপিএলেও ভাল ফর্মে নেই সিটি। ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা। সেই সব কিছুর মাঝেও কোথাও গিয়ে অষ্টমবারের জন্য এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়েই মাঠে নেমেছিল সিটি। তবে সেটাও সম্ভব হলো না। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনাল রাউন্ডের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছিল কেভিন ডি ব্রুইনের দল। সেই ম্যাচে ০-১ গোলে পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি। এদিনের ম্যাচের একমাত্র গোলটি করেছেন এবেড়েচি এজে। পাশাপাশি প্রথমবারের জন্য এফএ কাপ জয়ের স্বাদ পেল ক্রিস্টাল প্যালেস।
ম্যাচ শুরুর ১৬ মিনিটেই এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ডানদিক থেকে মুনোজের বাড়ানো বলকে নিখুঁতভাবে জালে জড়িয়ে দিয়ে দলকে এগিয়ে দেন এবেড়েচি এজে। অপরদিকে গোলের মরিয়া চেষ্টা করেন সিটি ফুটবলাররা। ৩৫ মিনিটে পেনাল্টিও পায় তাঁরা। তবে ওমার মারমৌসের পেনাল্টি দারুনভাবে রুখে দেন ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। অপরদিকে অফসাইডের কারণে মুনোজের একটি গোল বাতিল হয়। ফলে প্রথমার্ধে এক গোলে পিছিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে ক্রিস্টাল প্যালেস। তবে নিরন্তর আক্রমণ করলেও কিছুতেই গোলমুখ খুলতে পারছিল না ম্যানচেস্টার সিটি। অপরদিকে বেশ কয়েকটি নিশ্চিত গোল হজম করা থেকে ক্রিস্টাল প্যালেসকে রক্ষা করেন তাদের গোলরক্ষক ডিন হেন্ডারসন। ফলে প্রথমবারের জন্য এফএ কাপ চ্যাম্পিয়ন হয় ক্রিস্টাল প্যালেস।