রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মলদিভসের মুখোমুখি হয়েছিল ভারতের অনূর্ধ্ব-১৭ দল। দল। সেই ম্যাচে মলদিভসকে ৬-০ গোলের বিরাট ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার যাত্রা শুরু করল বিবিয়ানো ফার্নান্দেজের ভারত অনূর্ধ্ব-১৭ দল। ভারতের হয়ে এদিন জোড়া গোল করেছেন দাল্লালমুওন গাঙতে। এছাড়াও গোল পেয়েছেন হৃষিকেশ চরণ মানাবতী, কামগৌহাও ডঙ্গেল, সংখেইরাকপাম গানলেইবা এবং আজিম পারভিজ নাজার। আগামী ১৯ তারিখ, ভুটানের বিরুদ্ধে খেলবে ভারত অনূর্ধ্ব-১৭ দল।
গত বছরেও এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়েই এদিনের ম্যাচ শুরু করেছিল ‘ব্লু কোল্টসরা’। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজেই শুরু করেছিল ভারত। তবে শুরুতেই মলদিভসের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। পরক্ষণেই গোল করে ভারতকে এগিয়ে দেন দাল্লালমুওন গাঙতে। তারপরেও নিরন্তর আক্রমণ করে ভারত। সেইনসুবারে প্রথমার্ধেই দ্বিতীয় গোলটিও তুলে নেয় ভারত। গোলটি করেন হৃষিকেশ চরণ মানাবতী। প্রথমার্ধে আর গোল না এলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন কামগৌহাও ডঙ্গেল। ঠিক ১০ মিনিট পরে ভাবধান ৪-০ করেন সংখেইরাকপাম গানলেইবা। এদিকে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দাল্লালমুওন গাঙতে। অবশেষে ৮৫ মিনিটে গোল করে মলদিভসের কফিনে শেষ পেরেকটি পোতেন আজিম পারভিজ নাজার।