Connect with us

আবারও চোটের কবলে নেইমার। খেলতে পারবেন না বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেও…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই নিজের পুরোনো দল স্যান্টোস এফসিতে যোগদান করেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। কিন্তু তারই মাঝে ব্রাজিল সমর্থকদের জন্য খারাপ খবর। ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে স্যান্টোসের ২-০ গোলে জয়ের ম্যাচে বাঁ পায়ে গুরুতর চোট পান নেইমার। ফলে বিশ্বকাপের বাছাই পর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিককে।

শুধু নেইমার নন, চোটের কারণে খেলতে পারছেন না গোলরক্ষক এদারসন ও দানিলোও। এই বিষয়ে নিজের মতামত জানিয়ে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বলেছেন, “দল ঘোষণা হওয়ার পরে ব্রাজিলের জাতীয় দলের মেডিক্যাল বিভাগের কাছে আমাদের সকল ফুটবলারের, বিশেষ করে নেইমার, দানিলো ও এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিই। তাঁদের চোট থাকার কারণে এবারে তাদের পরিবর্ত নিয়েছি”। বৃহস্পতিবার ঘরের মাঠে কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। ২৬ মার্চ বুয়েনস আইরেসে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে নেইমারের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা