Connect with us

সমর্থকদের জন্য পরিবহনের সুবিধে বাড়াচ্ছে বাগান ম্যানেজমেন্ট

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৬ই সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের প্রথম ম্যাচে, তুর্কমেনিস্তানের দল এফকে আহালের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। বিকেল ৭:১৫ থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে সেই ম্যাচটি। অনেক সমর্থকেরা অনেক দূর দূর থেকে আসেন তাদের প্রিয় দলের খেলা দেখতে। তবে ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না পাওয়ায়, অনেকসময়ই সমস্যার সম্মুখীন হতে হয় সমর্থকদের। কিন্তু এবারে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে সেই সকল সমর্থকদের জন্য আলাদাভাবে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। যেখানে সল্টলেক থেকে শুরু করে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার মেট্রো চালু হবে একদম ম্যাচের শেষেই অর্থাৎ রাত ৯.৩০ থেকে। এছাড়াও থাকছে বাসের ব্যবস্থা। যেখানে ম্যাচের সকল সমর্থকেরা যাতে ভালোভাবে স্টেডিয়াম পর্যন্ত পৌঁছতে পারেনি এবং খেলা শেষে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থাও করেছে বাগান ম্যানেজমেন্ট। বিধাননগর, শিয়ালদহ স্টেশন, সায়েন্স সিটি এবং এসপ্লেনেড থেকে শুরু করে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত বিকেল ৫টা থেকে ৭:৩০টা এবং রাত ৯:৩০টা থেকে ১১টা পর্যন্ত চলবে বাস। এমনকি আলাদাভাবে বাবুঘাট এবং আহিরীটোলা লঞ্চ ঘাট থেকে ফেরির ব্যবস্থাও করা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা