সায়ন দে, নেপাল: পাকিস্তানের ক্লাব করাচি সিটি এফসিকে ১-০ গোলে হারিয়ে, সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ শীর্ষে পৌঁছে গেল নেপালের দল, নেপাল আর্মড পুলিশ ফোর্স ক্লাব। এদিনের ম্যাচে একটিমাত্র গিল এসেছে রশ্মি কুমারী ঘিসিং। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল আর্মড পুলিশ ফোর্স ক্লাব। পাশাপাশি ফাইনালেও জায়গা পাকা করে ফেলল নেপালের এই ক্লাব। অন্যদিকেদ্বিতীয় স্থানে রয়েছে ভারতের ক্লাব ইস্টবেঙ্গল। যদিও পরবর্তী ম্যাচেই বাংলাদেশের ক্লাব নাসরিন এফএ-র বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচটি জিতলেই, আবারও গ্রুপ শীর্ষে চলে যাবে অ্যান্থনি অ্যান্ড্রুসের দল। এছাড়াও করাচি এফসি হারায়, ফাইনালে জায়গা পেয়ে গেল ইস্টবেঙ্গলও।
গত ম্যাচেও শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে দেখা গেছিল নেপালের দল, নেপাল আর্মড পুলিশ ফোর্স ক্লাবকে। এদিন পাকিস্তানের দল করাচি সিটি এফসির বিরুদ্ধেও সেই আক্রমণাত্মক মেজাজেই ফুটবল খেলতে শুরু করে তারা। অন্যদিকে করাচি সিটি এফসির ফুটবলাররাও মাঝে মধ্যে বেশ কয়েকবার আক্রমনে উঠে আসছিলেন। তবে গোলের কাছে পৌঁছে গিয়েও কোনওভাবে গোলের মুখ খুলতে পারছিলেন না দুই দলের ফুটবলাররাই। প্রথমার্ধে বেশ কয়েকবার নেপাল আর্মড পুলিশ ফোর্সের সারু লিম্বু এবং রেনুকা নাগরকোটরা। এদিকে ম্যাচের ৪৪ মিনিটে একটি গোল মুখী শট মারেন পাকিস্তানের ফুটবলার মাহমুদ জবাড়া। সেখান থেকেও গোল আসেনি। ফলে প্রথমার্ধের ফলাফল থাকে ০-০।
দ্বিতীয়ার্ধের শুরুতে থেকেই আবারও আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে শুরু করে নেপাল আর্মড পুলিশ ফোর্স ক্লাব। ৫২ মিনিটেই গোলও তুলে নেয় তারা। ডানপ্রান্ত থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেছেন নেপাল আর্মড পুলিশ ফোর্স ক্লাবের জার্সি নম্বর ১৯ রশ্মি কুমারী ঘিসিং। অন্যদিকে গোল হজমের পর থেকে আক্রমনে ঝাঁজ বাড়তে শুরু করে পাকিস্তানের দল করাচি সিটি এফসিও। ম্যাচের ৫৯ মিনিটে একের পর এক কর্নারও পায় তারা। তবে গোল তুলে নিতে ব্যর্থ হন এভে লরেন্স ব্যারিরা। ৬৬ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন রশ্মি কুমারী ঘিসিং, নাহলে ব্যবধান বাড়ত। ৭০ মিনিটে একটি দারুন সেভ করে করাচি সিটি এফসির গোলরক্ষক জীয়ানা জিবরাজ। শেষের দিকেও বেশ কয়েকবার আক্রমনে উঠে আসে নেপাল আর্মড পুলিশ ফোর্স ক্লাব। তবে গোলের কাছাকাছি পৌঁছেও, সেখান থেকে ব্যবধান বাড়াতে ব্যর্থ হন তারা। যার ফলে ১-০ গোলে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে নেপাল আর্মড পুলিশ ফোর্স ক্লাব।
