সায়ন দে, নেপাল: রবিবার সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে গোলের মালা পড়ল ইস্টবেঙ্গল মহিলা দল। ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে অ্যান্থনি অ্যান্ড্রুসের দল। এই সাত গোলের মধ্যে একাই পাঁচটি গোল করে বাংলাদেশে ক্লাব নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির কোমর ভেঙে দিয়েছেন ফাজিলা ইকওয়াপুত। প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক করে ফেলেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে গিয়ে আরও দুটি গোল করেন ফাজিলা। এছাড়াও বাকি দুটি গোল করেছেন সুলঞ্জনা রাউল এবং জ্যোতি চৌহান। আগামী ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের দল আর্মড পুলিশ ফোর্স ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। যদিও এদিনের ম্যাচে খেলতে নামার আগেই, সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করে গিয়েছিল ইস্টবেঙ্গল। পাশাপাশি পাকিস্তানের ক্লাব করাচি সিটি এফসিকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে জায়গা পেয়ে গেছে নেপালের আর্মড পুলিশ ফোর্স ক্লাবও।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে বক্সের ভেতরে সেই শট বাইরে মারেন ফাজিলা ইকওয়াপুত। ৭ মিনিটের মাথায় তার গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের ভেতরে গোলরক্ষকের মাথার উপর থেকে চিপ করে বল জালে জড়িয়ে দেন ফাজিলা। ১০ মিনিটে বাংলাদেশের ক্লাব নাসরিনের কাছেও গোল পরিশোধের সুযোগ এসে গেছিল। তবে সেই সুযোগ হাতছাড়া করেন শ্রীমতি তৃষ্ণা রানি। ১৯ মিনিটে আবারও গোলের সুযোগ এসে গেছিল ফাজিলার কাছে। তবে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি। ২৩ মিনিটে ফ্রিকিক থেকেও ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। ২৪ মিনিটে মাঝমাঠ থেকে রেস্টি নানজিরির ঠিকানা লেখা পাস থেকে বল পান জ্যোতি চৌহান। তবে বক্সের ভেতরে তাঁর শট পোস্টে লেগে প্রতিহত হয়। ২৭ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি তুলে নেন ফাজিলা ইকওয়াপুত। এদিকে ম্যাচের ৩৩ মিনিটে প্রথম কর্নার পায় নাসরিন এফএ। তবে সেখান থেকে গোল আসেনি। ৪৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করলেন ফাজিলা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল পান জ্যোতি চউহান। ফলে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে সাজঘরে যায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের রক্ষণকে জমাট রাখে নাসরিন এফএ। তবে ইস্টবেঙ্গলের আক্রমণের কাছে দ্বিতীয়ার্ধেও আত্মসমর্পণ করতে হয়েছে বাংলাদেশের ক্লাবকে। যদিও ৬০ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির কাছে। তবে অর্পিত বিশ্বাসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে অল্পের জন্য নিজের চতুর্থ গোলটি হাতছাড়া করেন ফাজিলা। ৭২ মিনিটে সহজ গোলের সুযোগ গোলরক্ষকের হতে মারেন ইস্টবেঙ্গলের সিল্কি দেবী। এদিকে পরপর দু’মিনিটে দুটি গোল আসে ইস্টবেঙ্গলের। যেখানে একটি করেছেন সুলঞ্জনা রাউল এবং আরেকটি করেছেন ফাজিলা। পাশাপাশি নিজের চতুর্থ গোলটিও করে নিলেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে নিজের পঞ্চম গোলটিও করে ফেললেন ফাজিলা। যার ফলে বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-হলুদের মহিলা ব্রিগেড।
