Connect with us

IFA SHIELD 2025: নামধারীকে হারিয়ে, আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছলো ইস্টবেঙ্গল। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পর, আইএফএ শিল্ডের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নামধারী এফসির কথাই ম্যাচের আগের দিন বলেছিলেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। কিন্তু মঙ্গলবার একেবারে একপেশে নামধারীর বিরুদ্ধে ফুটবল খেলতে দেখা গেল মিগুয়েল ফিগেরা, ডেভিড লালহানসাঙ্গাদের। যেই সুবাদে এদিন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাবের এই ক্লাবকে ২-০ গোলে হারিয়ে, আইএফএ শিল্ডের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল পেয়েছেন মহম্মদ রশিদ এবং পিভি বিষ্ণু। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধার বেশি ছিল ইস্টবেঙ্গলের। মাঝমাঠ সম্পূর্ণ দখলে রেখে বেশিরভাগ আক্রমণ তুলে আনছিলেন লাল-হলুদ ফুটবলাররা। যেই সুবাদে ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মহম্মদ রশিদ।  যদিও তার আগে মিগুয়েলের হেড পোস্টে লিগে প্রতিহত হয়। সেখান থেকেই ফিরতি বলে গোল করে যান প্যালেস্তিনীয় মিডফিল্ডার। এদিকে এদিনের ম্যাচে প্রথম একাদশে হামিদের বদলে ডেভিডকে খেলিয়েছিলেন অস্কার। কিন্তু ভারতীয় ফরোয়ার্ড এদিন সেভাবে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন। যদিও ৪১ মিনিটে তাঁর বাড়ানো বল থেকেই গোল করে ব্যবধান ২-০ করেন পিভি বিষ্ণু। নামধারীর গোলরক্ষককে প্রথম পোস্টে পরাস্ত করে বল জালে জড়িয়ে যান তিনি। যার ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে ইস্টবেঙ্গল। 

দ্বিতীয়ার্ধেও সমানভাবে আক্রমণে উঠে আসেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তবে বারংবার মাঝমাঠ থেকে খেলা তৈরি করলেও, আক্রমণে সেভাবে উঠে আসছিলেন না বিপিন, বিষ্ণু, মিগুয়েলরা। অন্যদিকে দ্বিতীয়ার্ধে যথেষ্ট পরিমাণে ফিজিক্যাল ফুটবল খেলতে শুরু করেন নামধারী ফুটবলাররা। বারংবার ইস্টবেঙ্গল ফুটবলারদের কড়া ট্যাকেল করছিলেন কমলপ্রীত সিংরা। কিন্তু মাথা ঠান্ডা রেখে ফুটবল খেলছিলেন লাল-হলুদের ফুটবলাররাও। তারই মাঝে  দুয়েকবার গোলের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল নামধারী। কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণের কাছে আটকে গিয়েছিলেন তারা। অবশেষে ২-০ গোলে ম্যাচ জিতে, ফাইনালের টিকিট পাকা করে ফেলে ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা