রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের প্রথম ম্যাচটি খেলতে নামার আগে, চিন্তার ভাঁজ বাগান কোচ হোসে মোলিনার কপালে। বিগত কিছুদিন চোটের কবলে থাকলেও, অবশেষে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন। তবে মনবীর সিংয়ের চোট ভাবাচ্ছে মোলিনাকে। ডার্বিতেও চোটের কারণে খেলতে পারেননি তিনি। অনুশীলনেও মূলত সাইডলাইনে রিহ্যাব করছেন মনবীর। ফলে এফকে আহালের বিরুদ্ধেও তাঁকে পাবেনা মোহনবাগান। তবে বিকল্প তৈরির খোজ শুরু করে দিয়েছেন হোসে মোলিনা। শনিবার অনুশীলনে মূলত ডানপ্রান্তিক আক্রমণের দিকেই জোর দিয়েছেন তিনি। যেখানে কখনও কিয়ান আবার কখনও সুহেল ভাটকে রেখেই আক্রমণ সানাচ্ছেন মোলিনা। প্রথম ম্যাচে হয়ত তিন বিদেশী ফুটবলারকে নিয়েই শুরু করবেন মোলিনা। রক্ষণে দুই বিদেশী টম অলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজের সঙ্গে, আক্রমণে শুরু করতে পারেন জেসন কামিন্স। ফলে রবসন, দিমিত্রি এবং ম্যাকলারেনকে পরিবর্ত হিসেবে দেখা যেতে পারে।
এছাড়াও শুভাশীষ বোসকে নিয়ে ধোঁয়াশা থাকছেই। সেই জায়গায় অভিষেক টেকচামকে রেখেই এফকে আহালের বিরুদ্ধে জয়ের জন্য ঝাপাবেন মোহনবাগানের ফুটবলাররা। কিন্তু ছাড়ার পত্র নয় এফকে আহালও। যথেষ্ট পরিমাণে আক্রমণাত্মক ছন্দেই অনুশীলন করছেন তাঁরা।রক্ষণকে জমাট রেখে, শারীরিক ফুটবলের পাশাপাশি উইং প্লের উপরে বেশি জোর দিচ্ছে আহাল। শনিবার অনুশীলন শেষে আহাল অধিনায়ক এলমান তাগায়েভ জানিয়ে গেছেন, “আমরা জেতার জন্যই কলকাতায় এসেছি”।