রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে, এএফসির মঞ্চে খেলার টিকিট পাকা করেছিল এফসি গোয়া। বুধবার নিজেদের ঘরের মাঠে ওমানের দল আল সিবের মুখোমুখি হয়েছিল মানোলো মার্কুয়েজের দল। আর সেই ম্যাচেই ওমানের ক্লাবকে ২-১ গোলে হারিয়ে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে নিজেদের জায়গা পাকা করল এফসি গোয়া। পূর্বে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে জায়গা পাকা করেছিল মোহনবাগান সুপার জায়ান্টস। এবারে দ্বিতীয় ভারতীয় দল হিসেবে জায়গা করে নিল এফসি গোয়াও। গোয়ার হয়ে এদিন গোল পেয়েছেন দেজান ড্রাজিক এবং জাভিয়ের সিভেরিও।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে শুরু করে ওমানের ক্লাব আল সিব। এদিকে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন গোয়া ফুটবলার ড্রাজিক। ম্যাচের ৯ মিনিটেই সেই সুযোগ হাতছাড়া করেন তিনি। তবে ম্যাচের ২৪ মিনিটে, মিডফিল্ডার বোর্জা হেরেরার বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন দেজান ড্রাজিক। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে এফসি গোয়া। দ্বিতীয়ার্ধে আবারও সেই বোর্জা হেরেরার ভাসানো বল থেকেই, ম্যাচের ৫২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি তুলে নেন জাভিয়ের সিভেরিও। ৬০ মিনিটে একটি গোলের ব্যবধান কমায় আল সিব। গোলটি করেছেন নাসের আল রাওয়াহী। তারপর নিজেদের রক্ষণকে আরও বেশি মজবুত করে নেয় এফসি গোয়া। ফলে শেষমেষ ২-১ গোলে ম্যাচ জিতে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে নিজেদের জায়গা পাকা করল এফসি গোয়া।