রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মরশুমে পঞ্চম ট্রফি জয়ের হাতছানি হলোনা পিএসজির। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, ফরাসি ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে, ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ডের ক্লাব চেলসি। সেই ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পও। এদিনের ম্যাচে জোড়া গোল পেয়েছেন চেলসির কোল পামার। আরও একটি গোল করেছেন হোয়াও পেদ্রো।
ম্যাচের ৮ মিনিটের মধ্যেই, পেদ্রোর বাড়ানো বল থেকে, পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে পরাস্ত করে, গোল করে দলকে এগিয়ে দেন কোল পামার। ৩০ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন পামার। এদিকে প্রথমার্ধেই জোড়া গোল হজম করে বেসামাল হয়ে পড়েন পিএসজি ফুটবলাররা। যদিও প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে, আরও একটি গোল হজম করে পিএসজির রক্ষণ। এবারে গোলটি করেন হোয়াও পেদ্রো। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থাকে চেলসি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া লড়াই শুরু করে দেন পিএসজির আক্রমণভাগের ফুটবলাররা। তবে কিছুতেই গোল তুলে নিতে পারছিলেন না তারা। কারণ চেলসির রক্ষণ জমাট বেঁধে ফুটবল খেলছিল। এছাড়াও চেলসি গোলরক্ষক রবার্ত সানচেজের কথা আলাদা করে বলতেই হবে। পিএসজির বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে নিজের দলকে খেলায় রেখেছিলেন তিনি। এদিকে পিএসজি একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও, খেলার বিপরীতে গিয়ে ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান ৪-০ করার সুযোগ এসেগেছিল পরিবর্ত হিসেবে মাঠে আসা লিয়াম ডেলাপের কাছে। তবে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি। এদিকে ম্যাচের ৮৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান পিএসজি ফুটবলার জোয়াও নেভেস। ম্যাচের একেবারে শেষের দিকে গঞ্জালো রামোস পিএসজি’র হয়ে ব্যবধান কমানোর সুযোগ পেলেও হেলায় হারান সেই সুযোগ। যার ফলে অবশেষে ৩-০ গোলে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে চেলসি। এদিন জোড়া গোল করে ম্যাচের সেরা হয়েছেন চেলসির কোল পামার।