রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দুই বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩০ বছর বয়সী উইঙ্গার বিপিন সিং। রবিবার সরকারিভাবে বিপিনের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। এর আগে মুম্বই সিটি এফসির হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন বিপিন। ২০২০-২১ মরশুমে, ফাইনালে এটিকে মোহনবাগানকে হারিয়ে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। সেই ফাইনালে বিপিন সিংহের শেষ মুহূর্তের গোলেই, জয় পেয়েছিল মুম্বই। এছাড়াও মুম্বইয়ের হয়ে সাত মরশুমে ১৫৮ ম্যাচে ২৮টি গোল করেছেন বিপিন। তবে গত মরশুমে আইএসএলে সেভাবে ছন্দে ছিলেন না বিপিন। এছাড়াও ভারতের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন বিপিন সিং। এদিকে বেশ কিছু মরশুম আক্রমণভাগে ভালো ফুটবলারদের অভাবে ভুগতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে। ফলে বিপিনের দলে আসা যে ইস্টবেঙ্গল জনতাকে স্বস্তি দেবে, সেটা বলাই যায়।