রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রত্যাবর্তনের পরিপূরক হিসেবে প্রায় সময়ই আসে রিয়াল মাদ্রিদের নাম। চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের আরও একটি উপমা তৈরি করেছে স্প্যানিশ ক্লাবটি। দু’বার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে প্রথমবারের মতো হারাল লস ব্ল্যাঙ্কোসরা।
সিটির বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর পরাজয় যখন চোখ রাঙাচ্ছিল, তখনই নাটকীয়ভাবে ম্যাচের চিত্র পাল্টে যায়। ছয় মিনিটের মধ্যে দুই গোল করে দুর্দান্ত জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। ৩-২ ব্যবধানের এই জয়ে রিয়াল এগিয়ে গেল শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে।
ম্যাচের শুরুতেই আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। সেই গোল পরিশোধ করতে ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধে যখন জয়সূচক গোলের জন্য মরিয়া ম্যান সিটি, ঠিক তখনই রিয়ালের হয়ে ম্যাচে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। ৮০ মিনিটের মাথায় ফের হালান্ডের গোলে এগিয়ে যায় সিটি। ম্যাচের শেষ মুহুর্তে যখন হার চোখ রাঙাচ্ছে, ঠিক তখনই নাটকীয় প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। ৮৬ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান ডায়াজ। সংযোজিত সময়ে গোল করে দলকে নাটকীয় জয় এনে দেন জুড বেলিংহাম।