রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী অক্টোবর মাসের মধ্যেই ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান কার্যকর করতে সরাসরি জানিয়ে দিয়েছে ফিফা। সেটা না করতে পারলে আবারও নির্বাসনের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলকে। যদিও বিগত তিন বছরেও সেই কাজটি করে উঠতে পারেনি এআইএফএফ। এই বিষয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেছেন, তিন বছর আগেই ফিফার তরফে থেকে এই নির্দেশ আসাটা উচিত ছিল। এছাড়াও ফেডারেশনের নির্বাচন হলেও তাতে তিনি অংশ নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কলকাতায় একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, “তিন বছর ধরে নতুন সংবিধান কার্যকর করা হয়নি। এই চিঠিটা তিন বছর আগে ফেডারেশনকে পাঠানো দরকার ছিল ফিফার। আমি এই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থও হয়েছিলাম। ফিফা তখন চিঠি পাঠালে ভারতীয় ফুটবলের এমন হাল হত না। আশা করছি, শীর্ষ আদালতের রায়ের পর পরিস্থিতির উন্নতি হবে”। পাশাপাশি ফেডারেশন নির্বাচনে অংশ না নেওয়ার কথাও ঘোষণা করেছেন বাইচুং। তিনি বলেছেন, “আশা করছি যোগ্য কারও হাতে দায়িত্ব যাবে এবং তিনি ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন। তবে আমি ভোটে দাঁড়াব না”।