Connect with us

ISL 2024/25: প্রথমবারের জন্য আইএসএল দ্বিমুকুট জয়ের লক্ষ্যে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মহানগরীর বুকে মহারণ। আইএসএলের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবলের দুই শক্তিশালী প্রতিপক্ষ মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। আইএসএলে জোড়া ট্রফি জয়ের লক্ষ্যে উজ্জীবিত সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে, লিগ শিল্ড জয়ী মোহনবাগানকে হারিয়ে ট্রফি জিততে মরিয়া জেরার্ড জারাগোজার দল। চলতি আইএসএলে দারুন ছন্দে রয়েছে তারাও। অপরদিকে আইএসএলের ইতিহাসে ঘরের মাঠে ফাইনাল জিততে পারেনি কোনও দল। একই মরশুমে শিল্ড এবং ট্রফি জয়ের রেকর্ডও অধরা। কিন্তু চলতি মরশুমে যুবভারতী ক্রীড়াঙ্গনে অপরাজিত মোহনবাগান। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই ইতিহাস বদলে দিতে মরিয়া শুভাশিসরা।

শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই দলের কোচ এবং অধিনায়করা। সাংবাদিক সম্মেলনে মোহনবাগান হেড কোচ হোসে মোলিনা স্পষ্ট জানিয়ে দিলেন, “গত মরশুমে কি হয়েছে তা আমি মাথায় রাখতে চাই না। গোটা মরশুম জুড়ে পরিশ্রম করেই আমরা আজ এখানে পৌঁছেছি। ট্রফি জিততে মরিয়া আমরা। আলাদা করে কোনও মোটিভেশানের প্রয়োজন নেই।” অন্যদিকে, বাগান অধিনায়ক শুভাশিস বোস বলেন, “এই বছর শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল আইএসএলে জোড়া ট্রফি জেতা। সেই লক্ষ্যপূরণের থেকে এক ধাপ দূরে রয়েছি। ঘরের মাঠের সুবিধা নিয়ে আমরা জয়ের জন্য ঝাঁপাতে প্রস্তুত।”

পাশাপাশি, বেঙ্গালুরু এফসির হেড কোচ জেরার্ড জারাগোজা ফাইনালে মাঠে নামার আগেই হুঙ্কার দিয়ে বললেন, “আমরা ট্রফি জিততেই কলকাতায় এসেছি। মোহনবাগান যথেষ্ট শক্তিশালী দল। ওরা চার গোল দিলে আমরা পাঁচ গোল দিতে প্রস্তুত।” একদিকে বেঙ্গালুরু এফসির হেড কোচ যুবভারতীতে হাই স্কোরিং ম্যাচ আশা করলেও, শুধু মাত্র জয়েই খুশি হোসে মোলিনা। অন্যদিকে, বহু যুদ্ধের পোড়খাওয়া নায়ক গুরপ্রীত বললেন, “কলকাতায় গ্যালারি ভর্তি সমর্থকের সামনে খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি সমস্যা হবে না।” শুধু তাই নয়, আইএসএল ফাইনালের আগে বিশালের সঙ্গে ভার্চুয়াল লড়াইয়েও ইতি টানতে চেষ্টা করলেন বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা