রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সামনেই রয়েছে এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭ কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ড। আগামী ২৫ মার্চ, বাংলাদেশের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতীয় দল। তার আগে ১৯ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লু টাইগার্সরা। শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচ দুটি। গত বছর স্টেডিয়ামটি সংস্কারের পর এই প্রথমবার শিলংয়ের এই স্টেডিয়ামে ভারতের সিনিয়র দলের ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি খেলাই হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায়। অপরদিকে আন্তর্জাতিক ম্যাচ না হলেও, ১৫,১০০ জনের আসনবিশিষ্ট এই স্টেডিয়ামে ঘরোয়া লিগ যেমন ডুরান্ড কাপ, ইন্ডিয়ান সুপার লিগ, আই-লিগ, আই-লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ডের গ্রুপ সি-তে রয়েছে ভারত। পাশাপাশি হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশও রয়েছে সেই গ্রুপে। ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত এক অপরের সঙ্গে হোম-এবং-অ্যাওয়ে রাউন্ড-রবিন ফর্ম্যাটে খেলবে এই দেশগুলি। পাশাপাশি গ্রুপ বিজয়ীরা জায়গা করে নেবে এশিয়ান কাপ টুর্নামেন্টে।