সায়ন দে, নেপাল: বৃহস্পতিবার সাফ ক্লাব মহিলা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে, পাকিস্তানের ক্লাব করাচি সিটি এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। আর সেই ম্যাচে করাচি সিটি এফসিকে হেলায় হারালো অ্যান্থনি অ্যান্ড্রুসের দল। ২-০ গোলে এই ম্যাচ ফিরে, ফিয়ানেলের দিকে আরও এক পা বাড়ালো লাল-হলুদ ব্রিগেড। এদিন ইস্টবেঙ্গলের হয়ে গোল পেয়েছেন সুলঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরি। আগামী ১৪ ডিসেম্বর, বাংলাদেশের ক্লাব নাসরিন অ্যাকাডেমির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড।
প্রথমার্ধে শুরুতেই ফ্রিকিক পায় পাকিস্তান। তবে ৩ মিনিটের মাথায় পাওয়া সেই ফ্রিকিক থেকে গোল তুলতে ব্যর্থ হয়েছেন পাকিস্তান ফুটবলার মাহমুদ জবাড়া। তারপর থেকেই খেলা ধরে নেয় অ্যান্থনি অ্যান্ড্রুসের ইস্টবেঙ্গল দল। ৫ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় তারা। বামপ্রান্ত থেকে ফাজিলা ইকওয়াপুতের বাড়ানো বল থেকে সুলঞ্জনা রাউল গোল করে এগিয়ে দেন লাল-হলুদ ব্রিগেডকে। ৯ মিনিটে প্রায় গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন সুলঞ্জনা। এদিকে মাঝে মধ্যে পাকিস্তান ফুটবলাররা আক্রমনে এলেও, সেই আক্রমণকে রুখতে অসুবিধে হয়নি লাল-হলুদের রক্ষণের ফুটবলারদের। ম্যাচের ৩৫ মিনিটে ফাজিলার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়াও বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছেও, প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। যেই কারণে প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকেই সাজঘরে ফেরে তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। রেস্টি নানজিরি হেডে গোল করে ব্যবধান ২-০ করেন। ৫৫ মিনিটে সৌম্য গুগুলোথের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। ৬২ মিনিটে আবারও সৌম্যর শট রুখে দেন পাকিস্তান গোলরক্ষক জিয়ানা জীবরাজ। ৬৯ মিনিটে একটি পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস। শিল্কি দেবীকে তুলে তিনি মাঠে আনেন কার্থিকা আঙ্গামুথুকে। ৮৯ মিনিটে বক্সের ভেতরে থেকে পরিবর্ত হিসেবে মাঠে আসা আমনাহ নবাবীর শট সোজা চলে যায় বার উঁচিয়ে। এদিকে দ্বিতীয়ার্ধের শেষের দিকে একটু আক্রমণাত্মক মেজাজে দেখা যায় করাচি সিটি এফসির ফুটবলারদের। তবে কাজের কাজ হয়নি কিছুই। ফলে ২-০ গোলে জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
