রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কঠিন গ্রুপে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল মহিলা দল। বৃহস্পতিবার গ্রুপ বিন্যাসের পর, প্রতিযোগিতার গ্রুপ বি-তে রয়েছে অ্যান্থনি অ্যান্ড্রুসের দল। তবে যেই গ্রুপে ইস্টবেঙ্গল রয়েছে, সেই গ্রুপের বাকি দল গুলিও যথেষ্ট শক্তিশালী দল। যেখানে রয়েছে উহান জিয়াঙ্গদা ওমেন্স এফসি (চিন), বাম খাতুন এফসি (ইরান) এবং পিএফসি নাসাফের (উজবেকিস্তান) মত দল। এছাড়াও গত মরশুমের চ্যাম্পিয়ন দল এই উহান জিয়াঙ্গদা। গ্রুপ বি-এর সকল ম্যাচগুলি আয়োজিত হবে চিনে। অর্থাৎ নিজেদের ঘরের মাঠেই খেলতে নামবে উহান জিয়াঙ্গদা দল। সেখানে খেলতে যাবে ইস্টবেঙ্গল তথা গ্রুপের বাকি দলগুলিও। দেশের ফুটবলে একের পর এক নজর গড়েছে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। এর আগে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারী পর্যায়েও নিজেদের সেরা পারফরম্যান্সটা করেছে অ্যান্থনি অ্যান্ড্রুসের দল। এবারে সামনে আরও বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষরাও কঠিন। তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকবে মশাল গার্লসরা।