Connect with us

আল নাসের ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরবর্তী গন্তব্য কি ইউরোপে? জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রিয়াল মাদ্রিদ ছেড়ে, ২০২২ সালে সৌদি প্রো লিগের দল আল নাসেরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গোলও করেছেন সিআর সেভেন। তবে চলতি মরশুম আল নাসেরের হয়ে একটিও ট্রফি জিততে পারেননি রোনাল্ডো। তারই মাঝে শোনা যাচ্ছে আল নাসেরের সঙ্গে আর চুক্তি বাড়াতে চাইছেন না এই পর্তুগিজ কিংবদন্তি। যেই কারণে এবারে জল্পনা বাড়ছে যে, আবারও কি ইউরোপে ফিরবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? যদিও বর্তমানে সেই আলোচনা বন্ধ রাখছেন তিনি।

সৌদি প্রো লিগে এই মুহূর্তে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রোনাল্ডোর আল নাসের। যেখানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল অনেকটাই এগিয়ে। এছাড়াও লিগ জেতার বিন্দুমাত্র কাছে নেই তারা। ক্রমশ কমছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আশাও। সেসবের মাঝেও ২৩টি গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোই। তবে আর মাত্র ২ মাসের চুক্তি রয়েছে তাঁর সঙ্গে আল নাসেরের। যদিও শোনা গিয়েছিল আরও আড়াই বছরের জন্য চুক্তি বাড়াতে পারেন রোনাল্ডো। কিন্তু বর্তমানে সেই সকল আলোচনা বন্ধ রেখেছেন রোনাল্ডো। তবে রোনাল্ডোর আল নাসের ছাড়ার সম্ভাবনা প্রবল। কিন্তু সৌদিরই অন্য কোনও ক্লাবে সই করার সম্ভাবনাও খুব কম। সেক্ষেত্রে কি আমেরিকার কোনও ক্লাবে যেতে পারেন রোনাল্ডো? যেহেতু লিওনেল মেসি সেই দেশের লিগেই খেলেন, সেখানে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দেন তাহলে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা জেগে উঠবে আবারও। কিন্তু সেখানেই শোনা যাচ্ছে নিজের ছোটবেলার দল, যেখান থেকে তার বেড়ে ওঠা, সেই স্পোর্টিং লিসবনে ফিরতে পারেন রোনাল্ডো। ঠিক যেমন সৌদিতে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল ছেড়ে নিজের ছোটবেলার দল স্যান্টোস এফসিতে যোগ দিয়েছেন নেইমার। তবে অপরদিকে জল্পনা চলছে যে ক্লাব বিশ্বকাপের কথা মাথায় রেখে হয়তো ইংল্যান্ডের ক্লাব চেলসিতে যেতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা