রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লা লিগায় রিয়াল সোসাইদাদকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় পেল অ্যাতলেটিকো মাদ্রিদ। বলা ভাল প্রক্তনীর কাছেই পর্যদুস্ত হয়েছে রিয়াল সোসাইদাদ। এদিনের ম্যাচে চারটি গোলই করেছেন আলেকজান্ডার সরলথ। ২০২১ থেকে ২০২৩ মরশুম পর্যন্ত এই রিয়াল সোসাইদাদের আক্রমণের অন্যতম ভরসা ছিলেন সরলথ। অপরদিকে এই জয়ের ফলে লিগ টেবিলের তৃতীয় স্থানটি ধরে রাখল অ্যাতলেটিকো মাদ্রিদ। এছাড়াও লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও গড়লেন আলেকজান্ডার সরলথ।
শনিবার ম্যাচ শুরুর ১১ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক করে ফেলেন অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথ। তারপর ম্যাচ থেকে একেবারেই হারিয়ে যায় রিয়াল সোসাইদাদ। ম্যাচের ৩০ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। অপরদিকে লা লিগায় ১৫ মিনিটে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ছিল। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন আলেকজান্ডার সরলথ। ১১ মিনিটেই নিজের হ্যাটট্রিক করেছেন তিনি।