রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইন্টার মিয়ামির হয়ে গোল করে চলেছেন লিওনেল মেসি। শুধু গোল নয়, অ্যাসিস্টও করছেন তিনি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে নাশভিলের বিরুদ্ধে জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও এসেছে মেসির পা থেকে। ইন্টার মিয়ামি জিতেছে ৪-০ গোলে। যার ফলে নিজের ফুটবল জীবনে মোট ৪০০টি অ্যাসিস্ট করে ফেললেন তিনি। ফুটবলের ইতিহাসে কোনও ফুটবলার এত অ্যাসিস্ট করেননি। তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই তালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছেন। রোনাল্ডো তার ফুটবল জীবনে করেছেন ২৫৯টি অ্যাসিস্ট। যদিও গোল করার ক্ষেত্রে মেসির থেকে অনেকটাই এগিয়ে রোনাল্ডো।
