Connect with us

কোচিংয়ের দিকে পা বাড়ালেন রয় কৃষ্ণা। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০১৯ সালে প্রথমবারের জন্য ভারতে খেলতে এসেছিলেন রয় কৃষ্ণা। তার আগের মরশুম অস্ট্রেলিয়ার এ-লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। তবে আইএসএলে সেই মরশুম এটিকের জার্সি গায়ে আগুন ঝরিয়েছিলেন তিনি। তারপর থেকে আইএসএলে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছেন রয়। তবে চলতি মরশুম ওড়িশা এফসির হয়ে খেলার সময় চোট পেয়েছেন তিনি। যেই কারণে সুপার কাপেও মাঠে নামতে পারেননি ফিজির এই তারকা ফরোয়ার্ড। কিন্তু এবারে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রয় কৃষ্ণাকে। ইতিমধ্যেই এআইএফএফ ডি লাইসেন্সের কোর্স চলছে। সেখানেই ফুটবলের পরের ভাবনাও করে রাখছেন রয়। ওড়িশা এফসির সমাজমাধ্যমের ভিডিওতে দেখা যাচ্ছে বাকিদের সঙ্গে রয় কৃষ্ণাও কোচিংয়ের প্রশিক্ষণ করছেন। 

ওড়িশা এফসির সমাজমাদ্ধমে রয় বলেছেন, “আমি মুখিয়ে রয়েছি একটা নতুন জিনিস শেখার জন্য। আমি একজন ফুটবলার হলেও, কোচ হিসেবে এখনও অনেক কিছু শেখার রয়েছে। আমিও মুখিয়ে রয়েছি। ফুটবলার হিসেবে খেলাটা অনেকটাই সহজ। কারণ আমরা জানিনা একজন কোচকে কতটা পরিকল্পনা করতে হয় তার দলকে নিয়ে। এই কোর্স করা কালীন আমি বুঝতে পারছি বিষয়টা কতটা কঠিন। তার জন্য আমি কোচেদের অনেক ধন্যবাদ দিতে চাই”। তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমি রিহ্যাবে রয়েছি। ভবিষ্যৎ নিয়ে এখনই আমি জানি না তবে এই ফাঁকা সময়ে আমি আমার কোচিং লাইসেন্সটা তৈরি করে নিচ্ছি। ঘরে থাকি বা যেখানেই, আমি এটা করতাম তবে এআইএফএফ আমায় যেই সুযোগটা দিচ্ছে আমি সেটা কাজে লাগাতে চাই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা