Connect with us

বড়দের পর এবারে ছোটরাও। সেমিফাইনালে জামশেদপুরকে উড়িয়ে আরেফডিএল ফাইনালে মোহনবাগান…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুবভারতীতে জামশেদপুর এফসিকে হারিয়ে আইএসএলের ফাইনালে প্রবেশ করেছে মোহনবাগানের সিনিয়র দল। এবারে সেই পথেই হাঁটলেন ছোটরাও। বৃহস্পতিবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ৫-১ গোলে জামশেদপুর এফসিকে উড়িয়ে আরএফডিএলের ফাইনালে পৌঁছে গেল সবুজ-মেরুন ব্রিগেড। শুরুতেই ১৩ মিনিটের মাথায় গোল হজম করতে হয়েছিল মোহনবাগানকে। তারপর দুরন্ত জয় ছিনিয়ে নিল ডেগি কার্ডোজোর দল। ১৮ মিনিটে সাহিলের গোলে সমতায় ফেরে সবুজ-মেরুন ব্রিগেড। ২৩ মিনিটে টাইসনের গোলে ব্যবধান বাড়ে। প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে গোল করে ব্যবধান ৩-১ করেন সেরতো কম। ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটিও পেয়ে যান তিনি। অবশেষে ৭৭ মিনিটের মাথায় শিবম মুন্ডার গোলে জয় নিশ্চিত করে মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা