রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুবভারতীতে জামশেদপুর এফসিকে হারিয়ে আইএসএলের ফাইনালে প্রবেশ করেছে মোহনবাগানের সিনিয়র দল। এবারে সেই পথেই হাঁটলেন ছোটরাও। বৃহস্পতিবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ৫-১ গোলে জামশেদপুর এফসিকে উড়িয়ে আরএফডিএলের ফাইনালে পৌঁছে গেল সবুজ-মেরুন ব্রিগেড। শুরুতেই ১৩ মিনিটের মাথায় গোল হজম করতে হয়েছিল মোহনবাগানকে। তারপর দুরন্ত জয় ছিনিয়ে নিল ডেগি কার্ডোজোর দল। ১৮ মিনিটে সাহিলের গোলে সমতায় ফেরে সবুজ-মেরুন ব্রিগেড। ২৩ মিনিটে টাইসনের গোলে ব্যবধান বাড়ে। প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে গোল করে ব্যবধান ৩-১ করেন সেরতো কম। ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটিও পেয়ে যান তিনি। অবশেষে ৭৭ মিনিটের মাথায় শিবম মুন্ডার গোলে জয় নিশ্চিত করে মোহনবাগান।