রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএফএ শিল্ডের ফাইনালে, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে টাইব্রেকারে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। সেই ফাইনালে শুরু থেকে ইস্টবেঙ্গলের গোলরক্ষকের দায়িত্বে ছিলেন পঞ্জাবি গোলরক্ষক প্রভসুখন সিং গিল। কিন্তু টাইব্রেকারের জন্য গিলকে তুলে দেবজিৎ মজুমদারকে নামানো হয়। যা কাজে লাগেনি। সেটা ছিল লাল-হলুদের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীর। ম্যাচ হারের পর থেকেই সন্দীপের সেই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দেন অস্কার। পরবর্তীতে সুপার কাপের জন্য গোয়া যাওয়ার পরেই দেখা যায়, ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচের পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ নন্দী। তবে ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়ে, এবারে জাতীয় দলের দায়িত্ব পেলেন সন্দীপ। ভারতের অনূর্ধ্ব-২৩ দলের গোলরক্ষক কোচের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাঁকে। ১৫ এবং ১৮ নভেম্বর, থাইল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে ভারতের যুব দল। সেই দলেরই নতুন গোলকিপার কোচ হিসেবে নিয়োগ করা হল বাঙালি গোলরক্ষক কোচকে।
