রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলে চরম অব্যবস্থা চলছে। দেশের সর্বোচ্চ লিগ আইএসএলের অনিশ্চয়তার কারণে, একে একে আইএসএলের দলগুলি নিজেদের সমস্ত কার্যকলাপ বন্ধ করেছে। তবে সুপ্রিম কোর্টের রায়ে আইএসএলের আগেই হবে সুপার কাপ। আইএসএল শুরু হবে বছরের শেষের দিকে। এছাড়াও নতুনভাবে টেন্ডার চালু করার কথাও এআইএফএফকে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এবারে নিজেদের কমার্শিয়াল রাইটসের জন্য সম্মানিত সভাপতি এবং কমিটির কাছে দরপত্র জমা করল আইএসএল ক্লাবগুলো। যেখানে তারা জানিয়েছে,
১. এআইএফএফের তরফে দেওয়া বিবৃতিটিকে আমরা সম্মান জানাচ্ছি। পাশাপাশি সুপ্রিম কোর্টের আদেশ মেনে দ্রুত আইএসএলের বাণিজ্যিক অধিকারের জন্য দরপত্র জমা করার প্রক্রিয়া শুরু করার জন্যও ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপার কাপ শুরু হবে আসন্ন অক্টোবর মাসেই। ফলে ১৬ অক্টোবর, ২০২৫-এর পরে আরও নিশ্চিতভাবে নিজেদের মরশুমের পরিকল্পনা করতে ক্লবগুলির সুবিধে হবে।
২. আমরা আশা রাখছি এআইএফএফ খুবই নিখুঁতভাবে নিজেদের বাণিজ্যিক পার্টনারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করবে যা বাকি দলগুলির জন্য একটা টেকসই বাণিজ্যিক কর্মসূচি, দীর্ঘমেয়াদী স্পনসর এবং বর্তমান অনিশ্চয়তার এই পরিস্থিতিকে এড়িয়ে চলার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
৩. আশা করব এআইএফএফ তথা দরপত্র কমিটি এবং তদারকি কমিটি এমন একজন পার্টনারকে বেছে নেবেন যারা আর্থিক দিক থেকে যথেষ্ট মজবুত, বাজারে টেকসইভাবে বিনিয়োগের সক্ষমতা রয়েছে এবং পূর্বে ডিফল্টের কোনও ইতিহাস নেই।
৪. প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে যদি এআইএফএফ এবং কমিটি ক্লাবগুলির মতামতকে কার্যকর মনে বলে করে, সেক্ষেত্রে সরাসরি অংশীদার হিসেবে খেলোয়াড়, কর্মী এবং ভক্তদের নিয়ে ক্লাবগুলি মতামত প্রদান করতে প্রস্তুত থাকবে।
আমরা বিশ্বাস রাখছি এআইএফএফ এবং কমিটির উপর যে তারা ভারতীয় ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি স্বচ্ছ পরিকাঠামো তৈরি করবে।