রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আর্মেনিয়াকে ৫-০ গোলে হারিয়ে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের যাত্রা শুরু করল পর্তুগাল। এদিনের ম্যাচে জোড়া গোল এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পা থেকে। পাশাপাশি গোল করে লিয়োনেল মেসিকেও ছাপিয়ে গেলেন সিআর সেভেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লিওনেল মেসির ৩৬টি গোলকে টপকে, ৪৮টি ম্যাচে ৩৮টি গোল হল রোনাল্ডোর। বিশ্বরেকর্ড গড়তে আরও দু’টি গোলের প্রয়োজন সিআর সেভেনের। অপরদিকে যোগ্যতা অর্জন পর্বের অন্য ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় গোল করে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। ২১ মিনিটে ব্যবধান ২-০ করেন রোনাল্ডো। ঠিক ১০ মিনিট পরেই জোয়াও ক্যানসেলো গোল করেন। যেই সুবাদে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন রোনাল্ডো। অবশেষে ৬১ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন জোয়াও ফেলিক্স।