রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে, শক্তিশালী কাতারের বিরুদ্ধে ১-২ ব্যবধানে ম্যাচ হারতে হল ভারতের অনূর্ধ্ব-২৩ দলকে। তবে ম্যাচ হারলেও, যথেষ্ট লড়াই করেছে নওশাদ মুসার দল। ম্যাচ শুরু হতেই, দুই দল সমান তালে আক্রমণ শুরু করেছিল। তবে ম্যাচের ১৮ মিনিটের মাথায় কর্নার থেকে হেড করে কতারকে এগিয়ে দেন আল হাশমি মহিয়ালদিন। ৪১ মিনিটে সেই গোল সোধের সুযোগ এসেছিল ভারতের কাছে। কিন্তু সেই গোল বাঁচিয়ে দেন কাতারের গোলরক্ষক। যার ফলে প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থেকে ভারত।
দ্বিতীয়ার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে শুরু করে নওশাদ মুসার দল। ৫১ মিনিটেই গোল করে ভারতকে সমতায় ফেরান মুহাম্মদ সুহেল। এদিকে ম্যাচের ৬৫ মিনিটে বল দখলের লড়াইয়ে বক্সের মধ্যে কাতারের এক ফুটবলার পড়ে যাওয়ায়, সঙ্গে সঙ্গে পেনাল্টি দিয়ে দেন রেফারি। শুধু তাই নয়, রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেখান পরমবীর সিংহকে। পরে রিপ্লেতে দেখা গিয়েছে, কাতারের ওই ফুটবলারকে ফাউল করেননি পরমবীর। যার ফলে সেই লাল কার্ড এবং পেনাল্টি নিয়ে প্রশ্ন উঠছে। ম্যাচের ৬৭ মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জাসেম শারশানি। এদিকে ১০ জন হয়ে যাওয়ায় আর গোল শোধ করতে পারেনি ভারত। যার ফলে শেষ পর্যন্ত ১-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় ভারতকে। আগামী ৯ সেপ্টেম্বর ব্রুনেইয়ের বিরুদ্ধে খেলবে ভারতের অনূর্ধ্ব-২৩ দল।