রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ৬ মাস। আর তার আগে নতুন করে তৈরি হয়েছে লিওনেল মেসিকে নিয়ে ধোঁয়াশা। আদৌ এই বিশ্বকাপে মাঠে নামবেন কি না মেসি সেই বিষয়ে উঠেছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ স্কালোনি নিজেই।
গ্রুপ বিন্যাসের পর সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল স্কালোনিকে। আর সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে। তবে এখনো অনেকটা সময় বাকি। খেলার ব্যাপারে সিদ্ধান্ত মেসি নেবে। যাই সিদ্ধান্ত নিক আমরা ওর পাশে থাকব। আশা করি ও সুস্থ থাকবে এবং দেশের ও দলের জন্য যেটা উচিত সেটাই করবে।” প্রসঙ্গত আপাতভাবে সহজ গ্রুপেই রয়েছে আর্জেন্টিনা। আর নিঃসন্দেহে যে এই বিষয়টা অনেকটাই স্বস্তি দিয়েছে কোচকে তা তিনি স্বীকার করলেন নিজেই। “বিশ্বকাপের গ্রুপ বিন্যাস দেখে গতবারের থেকে এবার একটু স্বস্তি পেয়েছি। যদিও এখন আমরা ভালো খেলছি তবে এই মুহূর্তে অতিরিক্ত আত্মবিশ্বাস ঠিক নয়। আগেরবারের মতই লড়াকু মনোভাব রাখতে হবে আমাদের। এখন একটাই লক্ষ্য সকলকে সুস্থ রেখে বিশ্বকাপ খেলানো” বলেন তিনি।
হিসেব বলছে গ্রুপ শীর্ষে থাকলে স্পেনের সাথে খেলা এড়াতে পারবে আর্জেন্টিনা। অন্যদিকে হয়তো আরো বেশ কিছু শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে না। তবে কোন দলকেই যে ভয় পান না স্কালোনি, তা স্পষ্ট জানিয়ে দিলেন আর্জেন্টিনার কোচ। বিশ্বকাপ খেলতে গেলে সমস্ত দলকে প্রতিপক্ষ ভেবে মাঠে নামার জন্য প্রস্তুত তারা।
