Connect with us

বিশ্বকাপের আগে নেইমারকে হুঁশিয়ারি ব্রাজিল কোচের

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের দিনই নেইমারকে কড়া সতর্কবার্তা দিলেন কোচ আনসেলত্তি। জানিয়ে দিলেন নামের জোরে নয় একমাত্র ভালো খেলার জোরেই বিশ্বকাপের দলে সুযোগ পাবেন তিনি। পাশাপাশি ব্রাজিলের অন্যান্য প্রতিভাবান ফুটবলারদের নিয়েও আগ্রহ দেখালেন আনসেলত্তি। তাই বলাই যায় নেইমারকে একপ্রকার হুশিয়ারই করে দিলেন তিনি।

ওয়াশিংটনে গ্রুপ বিন্যাসে হাজির ছিলেন ব্রাজিলের কোচ। সেখানেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “নেইমার যদি বিশ্বকাপের দলে খেলার যোগ্য হয় তাহলে নিশ্চয়ই দলে সুযোগ পাবে। তবে বিশ্বকাপের জন্য নেইমার নয় ব্রাজিল দলটা গুরুত্বপূর্ণ। তাই শুধু ওকে নিয়ে কথা বলার থেকে আমার মনে হয় গোটা দলকে নিয়ে কথা বলা উচিত। নেইমার দলে থাকুক বা না থাকুক, বিশ্বকাপ আমাদের পাখির চোখ। মার্চে ফিফার ম্যাচের পরে চূড়ান্ত দল ঘোষণা হবে। তবে একটা কথা বলতে পারি আমাদের দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে। তবে ব্রাজিল এখন বিশ্বসেরা খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে মাঠে নামবে না। বরং বিশ্বসেরা হওয়ার লক্ষ্য নিয়ে নামবে।”

কোচের কথা থেকে এটা স্পষ্ট যে কোনরকম পক্ষপাতিত্বকে তিনি অন্তত প্রশ্রয় দেবেন না। প্রসঙ্গত ২০২৩ সালে এসিএল চোট ভুগিয়েছিল নেইমারকে। এখনো পর্যন্ত সম্পূর্ণ ফিট হতে পারেননি তিনি। যদিও পেশির চোট নিয়েই মাঠে নামছেন এবং নিজের সেরাটুকু দিচ্ছেন এই তারকা ফুটবলার, তবে এখনো বিশ্বকাপ খেলার মত ফিট অবস্থায় পৌঁছতে আরো কিছুটা সময় লাগবে নেইমারের। মাত্র ছয় মাসের মধ্যে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন কিনা ব্রাজিলিয়ান তারকা, সেটা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা