রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মেঘালয়কে ৭-০ গোলে উড়িয়ে, রাজমাতা জিজাভাই ট্রফিতে যাত্রা শুরু করল বাংলার মেয়েরা। বাংলার হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন সুলঞ্জনা রাউল। আগামী ৮ সেপ্টেম্বর, রেলওয়েজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলার মহিলা দল।
শনিবার কৃষ্ণনগরের রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে শুরু থেকেই দাপটের সঙ্গে ফুটবল খেলতে শুরু করে বাংলা দল। শুরুতেই সুলঞ্জনা রাউলের গোলে এগিয়ে যায় বাংলা। কিছুক্ষণ পরেই আরও একটি গোল করে ব্যবধান ২-০ করেন সেই সুলঞ্জনা। তৃতীয় গোলটি আসে সুস্মিতা লেপচার পা থেকে। এছাড়াও গোল করেছেন মৌসুমি মুর্মু, রিম্পা হালদার, মমতা হাঁসদাও। ৫৪ মিনিটে মেঘালয় গোলরক্ষকে পরাস্ত করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সুলঞ্জনা।