রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দেশে চলছে যুদ্ধের পরিস্থিতি। যেই কারণে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি পোল্যান্ডে গিয়ে খেলতে হচ্ছে ইউক্রেনকে। যেখানে শুক্রবার রাতে শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ওলেক্সান্ডার জিনচেনকোরা। সেই ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশঁর দল। ফ্রান্সের হয়ে দুটি গোল এসেছে মাইকেল ওলিসে এবং কিলিয়ান এমবাপের পা থেকে। পাশাপাশি এদিনের ম্যাচে গোল করে, যুগ্মভাবে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে থিয়েরি অঁরির কীর্তি স্পর্শ করলেন এমবাপে। অন্যদিকে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ইতালি।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই গোল করে ফ্রান্সেকে এগিয়ে দেন মাইকেল ওলিসে। তারপরেও আক্রমণ করেছিল ফ্রান্স। তবে প্রথমার্ধে আর কোনও গোল করতে পারেনি দিদিয়ের দেশঁর দল। তবে সেই গোলের সুযোগ হাতছাড়া করেছেন ফ্রান্সের ফুটবলাররা। অপরদিকে গোল করার চেষ্টা করছিল ইউক্রেনও। তবে গোল আসেনি। দ্বিতীয়ার্ধে যথেষ্ট দাপটের সঙ্গে ফুটবল খেলতে শুরু করে ফ্রান্স। ম্যাচের ৮২ মিনিটে গিয়ে গোল করে ব্যবধান ২-০ করেন এমবাপে। পাশাপাশি ৯১ ম্যাচে ৫১তম গোল করে, যুগ্মভাবে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও হলেন তিনি।