Connect with us

এখনও ঘোষণা করা যাচ্ছে না আই লিগ চ্যাম্পিয়নের নাম। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আই লিগের শেষ ম্যাচে রবিবার কল্যাণী স্টেডিয়ামে রাজস্থান ইউনাইটেডকে  ৩-১ গোলে হারিয়ে জয় পেয়েছে ইন্টার কাশী। অপরদিকে রিয়াল কাশ্মীরের কাছে আটকে গেলেও লিগ টেবিলে শীর্ষেই রয়েছে চার্চিল ব্রাদার্স। তবে শীর্ষে থাকলেও এখনই কোনও দলকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা যাচ্ছে না। অপরদিকে তিন পয়েন্টের জন্য আপিল কমিটিতে আবেদন করেছে ইন্টার কাশী। তবে আটকে রয়েছে সেই সিদ্ধান্ত। 

ম্যাচের ৯০ মিনিটেও ফলাফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে দুটি গোল পায় ইন্টার কাশী। আই লিগের আরেক ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করে চার্চিল ব্রাদার্স। ফলে ২২ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৪০। সেখানে ২২ ম্যাচ খেলে ইন্টার কাশীর পয়েন্ট ৩৯। সেক্ষেত্রে আই লিগের তরফ থেকে সাময়িকভাবে লিগ টেবিলের শীর্ষে রয়েছে চার্চিল ব্রাদার্স। তবে শীর্ষে থাকলেও এখনই কোনও দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাচ্ছে না। জানুয়ারি মাসে নামধারী এফসি’র বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল ইন্টার কাশী। কিন্তু সেই ম্যাচে নামধারীর “অবৈধ প্লেয়ার” খেলেছিল বলেই অভিযোগ করেছে ইন্টার কাশী। বিষয়টা শৃঙ্খলারক্ষা কমিটি পর্যন্ত গড়াতে ইন্টার কাশীকে তিন পয়েন্ট ও তিন গোল দেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্তে এআইএফএফ-এর আপিল কমিটিতে বিরোধিতা করেছে নামধারী। যেই কারণে দেওয়া হয়েছিল স্থগিতাদেশ। তবে এখন এই বিষয়টি পুরোটাই আপিল কমিটির বিচারাধীনে। সেক্ষেত্রে যদি ইন্টার কাশী ৩ পয়েন্ট পায়, তাহলে তাদের ৪২ পয়েন্ট নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন্স হয়ে সরাসরি আইএসএলের যোগ্যতা অর্জন করবে আন্তোনিও হাবাসের দল। যা খবর তাতে চলতি মাসের শেষের দিকেই সেই সিদ্ধান্ত জানাতে পারে আপিল কমিটি। ফলে কোন দল আই লিগ চ্যাম্পিয়ন হবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা