রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৮ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনাল রাউন্ডের ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হবে সেই ম্যাচটি। সেই ম্যাচে খেলতে নামার আগে সম্ভাব্য ২৩ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন খালিদ জামিল। আগামী ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করবে দল এবং ১৫ তারিখ ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারা। এদিকে এই সম্ভাব্য তালিকায় নাম রয়েছে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের প্রতিভাবান ফুটবলার মহম্মদ সানানের। অন্যদিকে সম্ভাব্য দলে নাম নেই কিংবদন্তি সুনীল ছেত্রির। শুধু তাই নয়, এই সম্ভাব্য দলে নাম নেই কোনও মোহনবাগান ফুটবলারের।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য ২৩ জনের দল:
গোলরক্ষক: গুরপ্রিত সিং সন্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল।
ডিফেন্ডার: আকাশ মিশ্রা, আনোয়ার আলি, বিকাশ ইউম্নম, রালতে, মুহম্মদ উবাইস, প্রামবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গন।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ব্রাইসন ফার্নান্দেজ, লালরেমটলুয়াঙ্গা ফানাই, মাকার্টন লুইস নিকসন, মহেশ নাওরেম সিং, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংঝাম।
ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাঙ্গতে, মহম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিং।
