রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কাফা নেশনস কাপে হেড কোচ হিসেবে প্রথমবারের জন্য ভারতীয় দলের দায়িত্ব নিয়েই, দারুন পারফরম্যান্স করেছিলেন খালিদ জামিল। এবারে সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামবে ভারত। সিঙ্গাপুরে আগামী ৯ অক্টোবর খেলবে ভারত। তার আগে ২৩ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন খালিদ জামিল।
যেখানে গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন অমৃন্দার সিং, গুরমিত সিং এবং গুরপ্রীত সিং সান্ধু। চোট সরিয়ে রক্ষণে ফিরছেন সন্দেশ ঝিঙ্গান। এছাড়াও রয়েছেন আনোয়ার আলি, হমিন্থাঙমাওয়াইয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রামভীর এবং রাহুল ভেকে। মাঝমাঠে ফিরেছেন মোহনবাগান দলের দুই ফুটবলার দীপক টাঙ্গরি এবং সাহাল আবদুল সামাদ। এছাড়াও রয়েছেন ব্র্যান্ডন ফার্নান্দেজ, দানিশ ফারুক, ম্যাকার্টন লুইস, নাওরেম মহেশ সিং, নিখিল প্রভু এবং উদান্তা সিং। আক্রমণভাগে থাকছেন সুনীল ছেত্রীর মত কিংবদন্তি। তার সঙ্গে রয়েছেন ফারুখ চৌধুরী, লালিয়ানজুয়ালা চাংতে, লিস্টন কোলাসো, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিং।