Connect with us

সুস্থ হচ্ছেন সন্দেশ

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কাফা নেশনস কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইরানের বিরুদ্ধে ০-৩ গোলে পরাজিত হয়েছিল খালিদ জামিলের ভারতীয় দল। ম্যাচ হারের পাশাপাশি সেই ম্যাচে চোট পেয়েছিলেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গণ। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। এদিকে এফসি গোয়ার হয়ে আসন্ন এএফসি এসিএল দুইয়ে খেলতে নামবেন তিনি। গোয়া দলের রক্ষণকেও যথেষ্ট নেতৃত্ব দিয়ে থাকেন সন্দেশ। ফলে সেই প্রতিযোগিতার আগে সন্দেশের চোট যথেষ্ট চিন্তায় রেখেছিল ভারত তথা গোয়া শিবিরকেও। এদিকে বৃহস্পতিবার কাফা নেশনস কাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেও, পরবর্তী পর্যায়ে জায়গা পাকা করেছে ভারত। তার পরেই নিজের সমাজমধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সন্দেশ। যেখানে তিনি জানিয়েছেন, “ভগবানের কৃপায় এবং ভারতীয় ফুটবল ও এফসি গোয়ার সাহায্যে আমার সার্জারি ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এবারে তাড়াতাড়ি মাঠে ফেরার জন্য আমি নিজেকে তৈরি করব”। সন্দেশ আরও বলেন, “আরও একটা বিষয় আমি সবাইকে জানাতে চাই। গত ম্যাচে আমার চোট লাগার পরেও আমি খেলা চালিয়ে গেছিলাম। সেটা একান্ত আমার সিদ্ধান্ত ছিল। এর জন্য আমি গর্ববোধ করছি না। আমি পুরোটাই এটা করেছি ম্যাচের প্রতি আমার দায়বদ্ধতার কারণে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা